ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

২০২৫ ডিসেম্বর ২৩ ০৬:৫৪:২৯
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তাঁর এই নিয়োগ নিশ্চিত করা হয়। সরকারের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রগুলো সংবাদমাধ্যমকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবিধান অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বয়স ৬৭ বছর পূর্ণ হবে, যার ফলে তিনি ওই দিনই অবসরে যাচ্ছেন। তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথগ্রহণ করবেন। এর আগে গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ওবায়দুল হাসান পদত্যাগ করার পর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তাঁর রক্তে রয়েছে আইন পেশার উত্তরাধিকার; তাঁর বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান বিচারক ছিলেন। জুবায়ের রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবন ও বিচার বিভাগে পথচলা:

• ১৯৮৫ ও ১৯৮৭: যথাক্রমে জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

• ২০০৩: ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

• ২০০৫: হাইকোর্ট বিভাগে তাঁর স্থায়ী নিয়োগ সম্পন্ন হয়।

• ২০২৪: ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ১৩ আগস্ট শপথ গ্রহণ করেন।

প্রধান বিচারপতি হিসেবে তাঁর এই নিয়োগ বিচার বিভাগের ধারাবাহিকতা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতি খুব শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর নিয়োগের আদেশ কার্যকর করবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে