ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সালমান-আনিসুলের অবাক করা ফোনালাপ ট্রাইব্যুনালের নজরে

২০২৫ ডিসেম্বর ২২ ১৫:৪৫:৪৮
সালমান-আনিসুলের অবাক করা ফোনালাপ ট্রাইব্যুনালের নজরে

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক চাঞ্চল্যকর মোড় এসেছে। এদিন শুনানির সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার একটি গোপন টেলিফোন আলাপ সবার সামনে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ দাবি করেছে, এই ফোনালাপটি প্রমাণ করে যে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আন্দোলনকারীদের দমনে অত্যন্ত কঠোর ও সহিংস পথ বেছে নিয়েছিলেন।

আদালতে শোনানো ওই অডিও রেকর্ডে দুই আসামিকে বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে পরামর্শ করতে শোনা যায়। ফোনালাপের এক পর্যায়ে আনিসুল হক আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ জন্য সালমান এফ রহমানকে উস্কানিমূলক নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, ক্ষমতাধর ব্যক্তিদের এমন বক্তব্যই মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের নির্বিচারে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছিল।

প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। শুনানিতে বলা হয়, গণঅভ্যুত্থান দমনে পরিকল্পিত ও কাঠামোগত হামলা চালানো হয়েছিল, যেখানে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা সরাসরি অংশ নেয়। এর মধ্যে মিরপুরের বিভিন্ন স্থানে ১৪ জন এবং ৫ আগস্ট মিরপুর ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আরও ১৬ জনকে হত্যার ঘটনায় এই দুই আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল বলে প্রসিকিউটর অভিযোগ করেন। তারা এসব হত্যাকাণ্ড বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও জানানো হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের সমন্বয়ে গঠিত দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ শুনানি পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর আদালত আগামী ৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন। ওইদিন আসামিপক্ষের অব্যাহতি আবেদনের ওপর শুনানি হবে এবং তাদের আইনজীবীরা পাল্টা যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন। এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো আমলে নিয়েছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে গা ঢাকা দেন দলটির শীর্ষ নেতারা। পরে ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টাকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে পুলিশ আটক করে। পরবর্তীতে জুলাই-আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তাঁরা ট্রাইব্যুনালের অধীনে বিচারাধীন রয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে