ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধ

২০২৫ ডিসেম্বর ২২ ১৫:৪০:২৩
সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারিভাবে গানম্যান নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে তাঁদের বাসভবনগুলোতেও আইনশৃ্ঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং এই অপরাধে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে বলে উপদেষ্টা নিশ্চিত করেন।

বৈঠকে আলোচিত অন্য একটি বড় বিষয় ছিল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন যে, এই খুনের বিচারের বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অপরাধীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই মামলার তদন্তে এখন পর্যন্ত ১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার বাবা-মা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু দাসকে অমানবিক নির্যাতনে হত্যার ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তার করা হয়েছে।

আসন্ন খ্রিস্টধর্মাবলম্বীদের বড়দিন এবং ইংরেজি নববর্ষের ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন নিয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে কমিটি। উপদেষ্টা জানান, প্রতিটি গির্জায় পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি রাজধানীর গুলশান, বনানীসহ অভিজাত এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তবে জননিরাপত্তার স্বার্থে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে যেকোনো ধরনের আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রাস্তা বন্ধ করে কোনো ধরনের উৎসব বা সভা-সমাবেশ করা যাবে না বলেও তিনি সতর্ক করে দেন।

বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সার্বিক আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। দেশের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে এবং দুষ্কৃতকারীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কার্যক্রম আরও গতিশীল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অভিযানের আওতায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে