ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রথম আলো-ডেইলি স্টার লুটের টাকায় কেনা হয়েছে টিভি-ফ্রিজ

২০২৫ ডিসেম্বর ২২ ১৩:১৯:৫৭
প্রথম আলো-ডেইলি স্টার লুটের টাকায় কেনা হয়েছে টিভি-ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয় এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর অফিসে হামলার ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন—রাকিব হোসেন ও মো. নাইম—ভিডিও ফুটেজে হামলায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত হয়েছেন।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন। লুট হওয়া টাকার কিছু অংশ দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে টিভি ও ফ্রিজ কিনেছিলেন, যা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের সময় নাইমের কাছ থেকে ৫০ হাজার টাকা পাওয়া যায়। তবে কোন ভবন থেকে এই অর্থ লুট হয়েছে, তা এখনও জানা যায়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার ৯ জনের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানার এবং মো. শফিকুল ইসলাম।

শেরপুর জেলার বাসিন্দা রাকিব হোসেনকে ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার ফেসবুক আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি এবং উসকানিমূলক পোস্ট প্রকাশ করা হয়। ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ ১৩টি মামলা রয়েছে। একই এলাকায় গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি মামলা রয়েছে।

এদিকে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মো. সাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে