ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেসবুকে লিংক শেয়ার করলেই গুণতে হবে টাকা

২০২৫ ডিসেম্বর ২১ ১৯:৫৭:৪৫
ফেসবুকে লিংক শেয়ার করলেই গুণতে হবে টাকা

নিউজ ডেস্ক: মেটা ফেসবুকে লিংক শেয়ার করার ক্ষেত্রে নতুন পরীক্ষা চালু করেছে। এই পরীক্ষায় প্রফেশনাল মোড ব্যবহারকারী এবং ফেসবুক পেজ মালিকদের জন্য লিংক পোস্টের সংখ্যা সীমিত করা হচ্ছে। নির্ধারিত সীমার বাইরে লিংক শেয়ার করতে হলে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে।

সাম্প্রতিক সময়ে একাধিক ব্যবহারকারী এই পরিবর্তন লক্ষ্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আনেন। তিনি জানান, পরীক্ষার আওতায় থাকা ব্যবহারকারীরা সর্বাধিক চারটি লিংক পোস্ট করতে পারবেন। এর বেশি লিংক দিতে হলে মাসে অন্তত ১৪ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।

মেটা বিষয়টি নিশ্চিত করেছে। প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি সীমিত পরিসরের পরীক্ষা এবং শুধুমাত্র প্রফেশনাল মোড ব্যবহারকারী ও ফেসবুক পেজের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রফেশনাল মোড ব্যবহারকারীরা তাদের প্রোফাইলকে কনটেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন, যাতে কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। তবে নতুন পরীক্ষায় এই ব্যবহারকারীদের উপর বাড়তি চাপ পড়তে পারে।

মেটার মুখপাত্র বলেন, “লিংকসহ অতিরিক্ত পোস্টের সুবিধা মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য যোগ করে কি না, সেটি বোঝার জন্য এই পরীক্ষা চালানো হচ্ছে।”

তবে সব ধরনের লিংকই সীমার আওতায় নেই। ব্যবহারকারীরা এখনো মন্তব্যে লিংক দিতে পারবেন। এছাড়া অ্যাফিলিয়েট লিংক এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ভেতরের লিংক শেয়ার করা যাবে।

মেটা জানিয়েছে, সংবাদমাধ্যম বা প্রকাশকদের আপাতত এই পরীক্ষার আওতায় আনা হয়নি। তবে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডের জন্য এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে যারা ব্লগ বা বাইরের ওয়েবসাইটের লিংক শেয়ার করে দর্শক টানেন।

মেটার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ফেসবুক ফিডের ৯৮ শতাংশের বেশি ভিউ আসে লিংকবিহীন পোস্ট থেকে। লিংকযুক্ত পোস্টের ভিউ মাত্র ১ দশমিক ৯ শতাংশ। এই তথ্য মেটাকে নতুন পরীক্ষার পথে পরিচালিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি শেয়ার হওয়া লিংকের মধ্যে ইউটিউব এবং টিকটক শীর্ষে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সীমা কার্যকর হলে কনটেন্ট নির্মাতারা মেটার নিজস্ব প্ল্যাটফর্মে বেশি কনটেন্ট প্রকাশ করতে বাধ্য হবেন। না হলে সাবস্ক্রিপশন নিতে হবে, ফলে বাইরের ওয়েবসাইটে ট্রাফিক কমার সম্ভাবনা রয়েছে।

এর আগে এক্সসহ অন্যান্য সামাজিক মাধ্যমও লিংকযুক্ত পোস্টের গুরুত্ব কমিয়েছে। মেটার এই পরীক্ষা সেই প্রবণতাকে আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে