ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশি ভেবে নিজ দেশের লোককে পিটিয়ে হ-ত্যা

২০২৫ ডিসেম্বর ২১ ১৮:৫১:৪৭
বাংলাদেশি ভেবে নিজ দেশের লোককে পিটিয়ে হ-ত্যা

নিজস্ব প্রতিবেদক: কেরালার আত্তাপাল্লাতমে ছত্রিশগড়ের এক যুবককে ভুল ধারণার ভিত্তিতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রামনারায়ণ বাঘেল ৩১ বছর বয়সী এবং তিনি কেরালায় অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনা ঘটে ১৭ ডিসেম্বর। প্রথমে চুরির সন্দেহে তাকে আটক করা হলেও পরে মব সন্ত্রাসীরা রামনারায়ণকে বাংলাদেশি আখ্যা দিয়ে পেটাতে থাকে। চুরির কোনো প্রমাণও পাওয়া যায়নি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা বারবার রামনারায়ণকে বাংলাদেশি বলে অভিহিত করছে এবং তার গ্রামের নাম জানতে চাইছে। কিন্তু উত্তর দেওয়ার আগেই তাকে নির্মমভাবে পেটানো শুরু হয়।

ময়নাতদন্তে দেখা গেছে, রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের মতে, তার মাথায় গুরুতর জখম ছিল এবং বুকের ভেতর থেকে রক্ত মুখ দিয়ে বেরিয়েছিল।

পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম—মুরলি, প্রসাদ, অনু, বিপীন এবং আনন্দন। সবাই আত্তাপাল্লাম গ্রামের বাসিন্দা। তাদেরকে গত ১৮ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। তিনি দুই সন্তান রেখে গেছেন, যাদের বয়স ৮ ও ১০ বছর। নিহতের চাচাত ভাই শশীকান্ত বলেন, তিনি গরীব পরিবারকে সাহায্য করার জন্য কেরালায় গিয়েছিলেন। বাংলাদেশি ভেবে তাকে হত্যা করা হয়েছে। সরকারের উচিত পরিবারকে সহায়তা করা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে