ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পে স্কেল নিয়ে নাটকীয় মোড়, সুপারিশ জমা নিয়ে সর্বশেষ যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ১৮ ১৬:৫৬:৪৫
পে স্কেল নিয়ে নাটকীয় মোড়, সুপারিশ জমা নিয়ে সর্বশেষ যা জানা গেল

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল ঘোষণা নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে পে কমিশনের ৫ ঘণ্টাব্যাপী এক ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও বেতন কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে আগামী জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

বৈঠকের নির্যাস ও কমিশনের আগাম পরিকল্পনা বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই রুদ্ধদ্বার সভায় কর্মচারী সংগঠনগুলোর প্রস্তাবনা এবং সাধারণ কর্মচারীদের অনলাইন মতামত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। কমিশন সূত্রে খবর, খসড়া প্রতিবেদন প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে থাকলেও কিছু কারিগরি ও নীতিনির্ধারণী সংশোধনী এখনও বাকি। এই প্রক্রিয়া গুছিয়ে আনতে চলতি ডিসেম্বরে আরও দুটি এবং জানুয়ারির শুরুতে একটি সভার দিনক্ষণ চূড়ান্ত করেছে কমিশন। সে হিসেবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে সরকারের কাছে সুপারিশমালা জমার কোনো সুযোগ থাকছে না।

কর্মচারী নেতাদের আল্টিমেটাম কমিশনের এই ধীরগতির সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন সরকারি কর্মচারী নেতারা। তাদের সাফ কথা ডিসেম্বরের মধ্যেই পে স্কেল চূড়ান্ত করার প্রতিশ্রুতি ছিল। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব স্পষ্ট জানিয়েছেন, জানুয়ারি পর্যন্ত এই কালক্ষেপণ তারা কোনোভাবেই মেনে নেবেন না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় কর্মচারী নেতাদের একটি জরুরি বৈঠক ডাকার কথা রয়েছে, যেখান থেকে পরবর্তী কঠোর কর্মসূচি আসতে পারে।

নির্বাচনী সমীকরণ ও দীর্ঘসূত্রতার শঙ্কা বাস্তবায়ন নিয়ে মূল দুশ্চিন্তার জায়গাটি হলো আগামী ১২ জানুয়ারির জাতীয় নির্বাচন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, কমিশন যদি ১৫ জানুয়ারির পর রিপোর্ট জমা দেয়, তবে বর্তমান সরকারের পক্ষে গেজেট প্রকাশের সময় থাকবে না। আর নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম কয়েক বছর সাধারণত পে স্কেল দেয় না। তাই এখনই সিদ্ধান্ত না হলে কর্মচারীদের দীর্ঘ কয়েক বছরের জন্য পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

বর্তমানে সরকারি প্রতিটি দপ্তরে বিরাজ করছে অস্থিরতা। কর্মচারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হয় ডিসেম্বরেই পে স্কেল ঘোষণা করতে হবে, অন্যথায় দাবি আদায়ে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।

এস/এফ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে