ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি সুনামি সতর্কতা

২০২৫ ডিসেম্বর ০৯ ০০:৩৯:১৫
শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: জাপানের পূর্বাঞ্চলীয় আওমোরি প্রিফেকচার সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার এই কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে জারি করা হয় জরুরি সুনামি সতর্কতা। প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডো প্রিফেকচার।

কম্পনের পর উপকূলীয় জনবসতিতে দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানায় কর্তৃপক্ষ। বাসিন্দাদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে উদ্ধার ও তথ্যসেবা দলও কাজ শুরু করে।

স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানায়, রাত ১১টা ৪৩ মিনিটে আওমোরির মুৎসু ওগাওয়ারা বন্দরে প্রথম সুনামির ঢেউ আঘাত হানে, যার উচ্চতা ছিল প্রায় ৪০ সেন্টিমিটার। যদিও ঢেউ ছোট ছিল, তবে বড় সুনামির ঝুঁকি রয়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

সতর্কতা অনুসারে ইওয়াতে উপকূল, হোক্কাইডোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় অংশ এবং আওমোরির প্রশান্ত উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এ ছাড়া ফুকুশিমা ও মিয়াগিসহ একাধিক উপকূলীয় এলাকায় এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বলেছে, ভূমিকম্পের উৎসবিন্দুর ১,০০০ কিলোমিটার ব্যাসার্ধে জাপান থেকে রাশিয়ার উপকূল পর্যন্ত বিপজ্জনক সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে এবং কেন্দ্রস্থল ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, যার গভীরতা ছিল ৫০ কিলোমিটার। সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭.৬ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে পূর্ব জাপান রেলওয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করে। উল্লেখ্য, এই অঞ্চল ২০১১ সালের বিধ্বংসী ৯ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে