ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির খসড়া রুলস পর্যালোচনা বৈঠক

২০২৫ ডিসেম্বর ০৮ ১৯:৪১:১৩
বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির খসড়া রুলস পর্যালোচনা বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া আধুনিকীকরণ ও সহজতর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে একটি বৈঠক অনুষ্ঠিত করেছে। বৈঠকে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটির সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, নতুন রুলসের মাধ্যমে আইপিও রেগুলেশন আধুনিকীকরণ করা হয়েছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও সঠিক ভ্যালুয়েশন নিশ্চিত করতে পারবে। একইসঙ্গে রাষ্ট্র মালিকানাধীন এবং বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোকে সরকারের নির্দেশনার আলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বিএসইসির কমিশনাররা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান কর্মকর্তা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সিনোভিয়া ফার্মা, নেভিয়ান লাইফ সায়েন্স, কর্ণফুলী গ্যাস, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা খসড়া রুলস, সরাসরি তালিকাভুক্তি প্রক্রিয়া এবং অন্যান্য আইনি ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

বিএসইসি’র চেয়ারম্যান বৈঠকে আশ্বাস দেন যে, নতুন রুলস কার্যকর হওয়ার পর কোম্পানিগুলো নিরাপদ ও স্বচ্ছভাবে শেয়ারবাজারে আসতে পারবে। তিনি বলেন, এটি দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে