ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডে ইসির চিঠি

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:৩১:০২
প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় দেশ। চলতি সপ্তাহে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে, যা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে সেই ভাষণ রেকর্ড ও সম্প্রচারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে, তবে সময়সূচি পরে কমিশন জানাবে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। আনুমানিক ভোট ও গণভোটের তারিখ হতে পারে ১২ ফেব্রুয়ারি, যদিও ৮ ও ১০ ফেব্রুয়ারির সম্ভাবনা এখনো রয়েছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে কমিশন তাদের প্রস্তুতির খোঁজ জানিয়েছে। সরকারপ্রধান সন্তোষ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে নির্দেশনা দিয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে