ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৫ ডিসেম্বর ০৮ ১৬:২৬:১১
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েও শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট অপারেটরের পক্ষ থেকেই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে জমা দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বেবিচক এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্স। রোববার (৭ ডিসেম্বর) অনুমতি দেওয়া হয়েছিল যে বিমানটি সকাল ৮টায় ঢাকায় পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

কিন্তু সোমবার অপারেটর প্রতিষ্ঠান নিজেই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করে।

কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, যা দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনের জন্য পরিচিত এবং ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে