ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাসিনাকে উদ্ধারে ভারত যা যা করেছিল

২০২৫ ডিসেম্বর ০৭ ১৪:৩৯:৫৫
হাসিনাকে উদ্ধারে ভারত যা যা করেছিল

নিজস্ব প্রতিবেদক: ভারত পিলখানা হত্যাযজ্ঞের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধার করতে বিমানঘাঁটি ও বিশেষ কমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিল—জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রায় ১১ মাস তদন্ত শেষে কমিশন এই রিপোর্ট সরকারকে দিয়েছে, যেখানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম। কমিশন বলছে, ঘটনাটিতে তার সম্পৃক্ততার পূর্ণ বিবরণ তারা শনাক্ত করেছে, পাশাপাশি হাসিনার ভূমিকা সম্পর্কেও তথ্য উঠে এসেছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে তদন্তে কমিশন একাধিক বিদেশি সূত্রও পর্যালোচনা করে। প্রতিবেদনে উদ্ধৃত করা হয় ১৬ মার্চ ২০০৯-এর India Today-এ সৌরভ শুকলার লেখা ‘More than a Mutiny’ প্রবন্ধকে, যেখানে উল্লেখ আছে—২৮ ফেব্রুয়ারি ভারত শেখ হাসিনাকে উদ্ধার করার প্রস্তুতি নেয়। ত্রিপুরার অগ্রবর্তী বিমানঘাঁটিতে দুটি এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন তখন স্ট্যান্ডবাই রাখা হয়।

কমিশনের দাবি, হত্যাকাণ্ডের আগে ভারতের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সেই সমন্বয়ের কেন্দ্র ছিল তাপসের বাসা ও অফিস। তাপসের অফিসে হওয়া এক বৈঠকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর উপস্থিতিতে পিলখানায় হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কমিশন জানিয়েছে—ভারতের বিভিন্ন সংস্থার মোট ২৪ জন সদস্য এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, সে সময় ভারতে পলাতক ছিলেন শেখ হাসিনা, আর ব্যারিস্টার তাপস তার ফুপু। তদন্তে আরও উঠে এসেছে, শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য পলাতক শেখ সেলিমও পরিকল্পনায় যুক্ত ছিলেন। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন বলেও কমিশন বলছে।

কমিশন মনে করে, ২০০৮ সালের ডিসেম্বরে ওয়ান-ইলেভেন সরকারের অধীনে ভারতের সহায়তায় অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় বসার পর হাসিনা সরকার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনা অফিসারদের বিডিআরে পদায়ন করে। এর আগে রৌমারী, বড়াইবাড়ী ও পদুয়া সীমান্তে বিএসএফ সদস্যদের মৃত্যুর প্রতিশোধ, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশ্য থেকেই এই হত্যাযজ্ঞ পরিচালিত হয়—এমন মত জানিয়েছে কমিশন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে