ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতকে এক হাত নিলেন জিল্লুর রহমান

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:৪১:৩৭
জামায়াতকে এক হাত নিলেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ–বাটিয়াঘাটা) আসনে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাম্প্রতিক এক ভিডিওতে তিনি মন্তব্য করেন, হঠাৎ করে “বহুত্ববাদ” ও “সংখ্যালঘু রাজনীতি” জামায়াতের কাছে এক ধরনের ব্যবহারযোগ্য রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে। তাঁর মতে, জামায়াতের প্রচলিত সাংগঠনিক নীতিতে প্রার্থী হওয়ার জন্য কাউকে রুকন হতে হয়। কিন্তু ইসলাম ধর্মাবলম্বী নন—এমন একজনকে প্রার্থী মনোনয়ন দেওয়া প্রমাণ করে যে জামায়াত এখন আদর্শের চেয়ে বাস্তব রাজনৈতিক লাভকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, জামায়াত নেতারা নিজেরাই স্বীকার করেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রার্থী দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। অর্থাৎ এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়—বরং দলের রাজনৈতিক কৌশলের একটি পরিকল্পিত ধাপ।

জিল্লুর রহমান আরও বলেন, সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয়কে নিজেদের প্রার্থিতার আড়ালে ব্যবহার করার চেষ্টা জামায়াত করছে। কৃষ্ণনন্দীও হঠাৎ আবির্ভূত কেউ নন বরং এলাকার পরিচিত ব্যবসায়ী। তিনি একসময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০০৭ সালের পর তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। স্থানীয় নেতাকর্মীদের কঠিন সময়ে পাশে থাকার দাবি করে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। দীর্ঘদিন তিনি জামায়াতের হিন্দু কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জিল্লুর রহমানের ভাষায়, কৃষ্ণনন্দী এখন “এক ধরনের ব্রিজ ফিগার”—প্রশ্ন হলো এই সেতুটি সংখ্যালঘু ভোটারদের সঙ্গে জামায়াতের সম্পর্ক তৈরি করতে, নাকি জামায়াতের অতীত ইমেজ পরিবর্তন করে ভবিষ্যৎ রাজনৈতিক দর কষাকষির জন্য নতুন বার্তা দিতে?

তিনি বলেন, জামায়াতের ইতিহাস বিবেচনায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতীতের নির্যাতন, যুদ্ধাপরাধের অভিযোগ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী ভূমিকা এখনও মানুষের রাজনৈতিক স্মৃতিতে জাগ্রত। তাই এই পরিবর্তনকে ভোটাররা কতটা গ্রহণ করবে, সেটিই এখন বড় প্রশ্ন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে