ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বহুতল ভবনের পাইলিংয়ের কাজের সময় পাশের ভবনে ধস

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:১৯:৩০
বহুতল ভবনের পাইলিংয়ের কাজের সময় পাশের ভবনে ধস

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর শহরের নিলটুলি স্বর্ণকারপট্টি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিংয়ের সময় পাশের একটি দ্বিতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা আরএফএল বেস্টবাই শোরুম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এরপরও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব সড়ক এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং কাজ চলছিল। ভবনটির মালিক স্থানীয় সঞ্জয় কর্মকার, অজয় কর্মকার এবং সেলিম। পাইলিংয়ের সময় পার্শ্ববর্তী ভবনের নিরাপত্তার জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা বা প্যারাসাইলিং ছিল না।

নির্মাণশ্রমিকেরা নিচের অংশ খনন করছিলেন এমন সময় পাশের ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। সঙ্গে সঙ্গে শ্রমিক ও শোরুম কর্মীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

ধসে পড়া ভবন ও বেস্টবাই ফ্রাঞ্চাইজির মালিক মনিরা খাতুন বলেন—“নির্মাণাধীন ভবনের মালিকদের বহুবার নিয়ম মেনে কাজ করার অনুরোধ করেছি। তবুও রাতের আঁধারে আমার ভবনের নিচের মাটি কেটে ফেলার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফিট দূরত্ব রেখে কাজ করার কথা থাকলেও তারা কোনো নিয়ম মানেনি। আজ সকালে উল্টো আমার কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে।”

অভিযুক্ত সঞ্জয় কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মাসুদ আলম বলেন—“আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন—“ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে