ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অল্পের জন্য বেঁচে গেলেন পাইলট, ভিডিও ভাইরাল

২০২৫ ডিসেম্বর ০৪ ১১:০৭:৩০
অল্পের জন্য বেঁচে গেলেন পাইলট, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন এয়ার ফোর্স থান্ডারবার্ডসের একটি এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করতে পারায় প্রাণে বেঁচে গেছেন। তিনি জীবনহানিকর নয় এমন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন এয়ার ফোর্স।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—পাইলট সঠিক সময়ে ইজেক্ট করছেন এবং ফাইটার জেটটি ধীরগতিতে মাটির দিকে নেমে গিয়ে আঘাতের সঙ্গে সঙ্গেই আগুনে পুড়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশিক্ষণ চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে। সংক্ষিপ্ত বিবৃতিতে এয়ার ফোর্স জানায়, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়—তদন্ত চলছে এবং পরবর্তী তথ্য ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস প্রকাশ করবে।

লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত এফ-১৬টি নেলিস এয়ার ফোর্স বেসে অবস্থানরত মার্কিন এয়ার ফোর্সের অভিজাত ডেমোনস্ট্রেশন দল ‘থান্ডারবার্ডস’–এর অংশ ছিল।

সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ইজেকশনের পর পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দলটি মোহাভে মরুভূমির ট্রোনা এলাকার কাছে ‘বিমান জরুরি অবস্থা’–র ঘটনায় সাড়া দিয়ে পৌঁছায়। দুর্ঘটনাস্থল লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে