ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:১৫:০৮
লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। এ বিষয়ে আগামী সোমবার (৮ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ফজলুর রহমান লিখিতভাবে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

এর আগে গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করা হয়। পরে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেয়, আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেন, ‘এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না। যারা বিচার করছেন, তাদের ভেতরে অন্য কিছু রয়েছে বলে আমার ধারণা।’

এই মন্তব্যকেই আদালত অবমাননাকর হিসেবে বিবেচনা করে ট্রাইব্যুনাল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে