ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:২৩:৪৩
এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাণীকল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের এক চারতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেন। তিনি ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই নির্দেশ দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকও।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটির পর ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গেজেটেড কোয়ার্টার ছাড়ার লিখিত নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তারা কোয়ার্টার খালি করে চলে গেছেন।

অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন,“বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে ছিল এবং খুব বিরক্ত করত। তাই বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে রেখে এসেছি। কে বা কীভাবে পুকুরে পড়েছে জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।”

প্রসঙ্গত, ঈশ্বরদী ইউএনও’র বাসভবনের এক কোণে দীর্ঘদিন ধরে ‘টম’ নামের একটি কুকুর থাকত। এক সপ্তাহ আগে টম আটটি ছানা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলোকে না পেয়ে মা কুকুরটিকে ব্যাকুলভাবে ছুটোছুটি করতে দেখা যায়।

পরে জানা যায়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন এবং তার স্ত্রী নিশি রহমান জীবন্ত আটটি কুকুরছানাকে বস্তায় ভরে রোববার রাতের কোনো একসময় পুকুরে ফেলে দেন। সোমবার সকালে পুকুরে ভাসমান বস্তা থেকে উদ্ধার করা হয় ছানাগুলোর মরদেহ। পরে সেগুলো ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

ইউএনও’র বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন,“সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে বের হচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন। তখন তার ছেলে বলে—‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলেছে’। পরে পুকুর থেকে বস্তা তুলে দেখি আটটি ছানাই মারা গেছে।”

ছানাগুলো মারা যাওয়ার পর মা কুকুর টম প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিনই তাকে ছানাগুলোর সন্ধানে উপজেলা চত্বরজুড়ে ঘুরতে দেখা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে