ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিসেম্বরে দুই বিরল ঘটনার সাক্ষী হবে মানুষ

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:১৫:৫১
ডিসেম্বরে দুই বিরল ঘটনার সাক্ষী হবে মানুষ

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের শীতল আকাশ এবার জ্যোতির্বিদদের জন্য হয়ে উঠতে যাচ্ছে বিশেষ স্মরণীয়। বছরের শেষ মাসজুড়ে দেখা মিলবে দুটি বিরল মহাজাগতিক ঘটনার—চাঁদ–বৃহস্পতি সংযোগ আর পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করবে এক আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু। নাসার সর্বশেষ আকাশপথ নির্দেশিকায় ডিসেম্বরকে “রোমাঞ্চে ভরা আকাশের মাস” হিসেবে উল্লেখ করা হয়েছে।

৭ ডিসেম্বর: চাঁদ–বৃহস্পতি সংযোগ

৭ ডিসেম্বর সূর্যাস্তের পর পূর্ব আকাশে পাশাপাশি দেখা যাবে সরু চাঁদ এবং উজ্জ্বল বৃহস্পতিকে। যদিও বাস্তবে দুয়ের দূরত্ব কোটি কোটি কিলোমিটার, তবু পৃথিবী থেকে দেখলে তারা কয়েক ডিগ্রি ব্যবধানে পাশাপাশি অবস্থান করছে বলে মনে হবে।

ঘটনাটি খালি চোখেই দেখা যাবে

দূরবীন ব্যবহার করলে দেখা যাবে বৃহস্পতির চার উপগ্রহ—আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো

১৯ ডিসেম্বর: আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I/ATLAS

দ্বিতীয় বিরল ঘটনাটি ঘটবে ১৯ ডিসেম্বর। পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে অতিক্রম করবে আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I/ATLAS—মানব ইতিহাসে শনাক্ত তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু। এর আগে আবিষ্কৃত হয়েছিল ২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া’ ও ২০১৯ সালের ‘বোরিসভ’।

ধূমকেতুটি নাসার ATLAS সার্ভে টেলিস্কোপ দ্বারা শনাক্ত হয়, যা মূলত অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে সৌরজগতে প্রবেশ করেছে।

পৃথিবীর সঙ্গে সবচেয়ে নিকট দূরত্ব হবে প্রায় ১৭ কোটি মাইল

চাঁদের দূরত্বের ৭০০ গুণ দূরে, তাই পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই

দেখতে হলে প্রয়োজন অন্তত ১২ ইঞ্চি অ্যাপারচার বিশিষ্ট দূরবীন

ভোরের আগে পূর্ব–উত্তর–পূর্ব আকাশে, লিও নক্ষত্রমণ্ডলের রেগুলাস তারার নিচে এটি দেখা যাবে

শহরের আলো এড়িয়ে গেলে ধূমকেতু দেখা সহজ হবে

দুটি মহাজাগতিক ঘটনা মিলিয়ে ডিসেম্বর হয়ে উঠছে আকাশপাগল ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এক স্বপ্নের মাস। পরিষ্কার শীতের রাত, শহরের আলো থেকে দূরে কোনো জায়গা আর সামান্য ধৈর্য—এতেই মিলবে মহাজগতের এই নীরব সৌন্দর্যের সাক্ষাৎ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে