ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

টানা ২ মাস সূর্যের দেখা মিলবে না যে শহরে

২০২৫ নভেম্বর ২৫ ১৮:০০:১১
টানা ২ মাস সূর্যের দেখা মিলবে না যে শহরে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের আলাস্কা রাজ্যের উটকিয়াগভিক শহরে টানা ৬৫ দিন সূর্য দেখা যাবে না। এই কারণে শহরের বাসিন্দারা সূর্যকে বিদায় জানাচ্ছেন, কারণ শুরু হয়েছে বার্ষিক পোলার নাইট। পৃথিবীর অক্ষের ঢালু অবস্থার কারণে এই ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গত সোমবার শহরে মাত্র ৩০ মিনিটের জন্য সূর্য দেখা মিলেছিল। এরপর সূর্য অস্ত যায়। ফলে উটকিয়াগভিক শহর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরাসরি সূর্যালোক পাবে না। প্রতিবছর শীতকালে এই সময়েই এমন ঘটনা ঘটে।

শহরটি ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় ৪৪০০। এই সময়ে শহরের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট, শীতের তাপমাত্রা কখনো কখনো মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায়।

উটকিয়াগভিক আলাস্কার নর্থ স্লোপ অঞ্চলে অবস্থিত এবং আর্কটিক মহাসাগরের কাছাকাছি। যদিও শহর দীর্ঘ অন্ধকার পার করবে, পুরোপুরি কালো রাত থাকবে না। বাসিন্দারা প্রতিদিন সিভিল টুইলাইট বা ভোরের আগের নরম নীল আলো দেখতে পাবেন।

পোলার নাইটের কারণে শহরের তাপমাত্রা দ্রুত নেমে যায়, কারণ দিনের তাপ পাওয়া যায় না। এছাড়া এটি পোলার ভর্টেক্স নামক ঠাণ্ডা বায়ুর ঘূর্ণাবর্ত গঠনে সহায়তা করে, যা মাঝে মাঝে দক্ষিণ দিকে নেমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রচণ্ড শৈত্যপ্রবাহ সৃষ্টি করতে পারে।

সূর্যের আলো না থাকায় উটকিয়াগভিকের বাসিন্দাদের মধ্যে ভিটামিন ডি’র ঘাটতি দেখা দেয়। তাই এই সময় বাসিন্দারা প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন। শীতের হাত থেকে বাঁচতে নানা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেন। আলাস্কার কাকটোভিক, পয়েন্ট হোপ ও আনাকটুভুক পাসের বাসিন্দারাও এক থেকে দুই মাস সূর্যের আলো পান না।

পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় সামান্য ঝুঁকে থাকে, যার কারণে মেরু অঞ্চলে সূর্য সরাসরি পৌঁছাতে পারে না। উটকিয়াগভিক শহর পরবর্তী সূর্যোদয় দেখবে ২৬ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ২৩ মিনিটে, যা পোলার নাইটের সমাপ্তি ঘটাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে