ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

২০২৫ নভেম্বর ২৫ ১৭:৩৬:৪৯
তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচনের প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হলে ন্যূনতম ছাড়ও দেওয়া হবে না।

তিনি পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতমূলকভাবে কাজ করতে পারবে না। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই; শুধুমাত্র মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণই গ্রহণযোগ্য। পক্ষপাতমূলক সংস্থা বা ব্যক্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া পর্যবেক্ষক শনাক্তের জন্য পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

বিদেশি পর্যবেক্ষক বিষয়েও ইসি জানান, দেশি সংস্থার হয়ে কোনো বিদেশি নাগরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবে না। তারা চাইলে নিজস্ব আইন অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।

সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে একাধিক সুপারিশ দেন। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার, পোস্টাল ব্যালট পর্যবেক্ষণ, ভোটের তিন দিন আগে পরিচয়পত্র প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০২৩ সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গত জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা ৯৬ সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। দুই মাস পর নতুন করে ৮১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। মঙ্গলবার সকাল-বিকাল দুই পর্বে এসব সংস্থার প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ভোটকেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিতসহ ভোটের আগে ও পরে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে