ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

২০২৫ নভেম্বর ২৫ ১৬:৩২:০৫
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠক বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এবং এখানে এই অধ্যাদেশ অনুমোদিত হয়।

এর আগে, ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জনগণের মতামত জানার জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গণভোট আয়োজনের জন্য সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা প্রয়োজন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন আকারে জারি করা হবে। আজকের বিশেষ বৈঠকটি মূলত সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজন করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে