ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

কালোজিরা ভেবে পিঠায় কীটনাশক, হাসপাতালে ১১

২০২৫ নভেম্বর ২৫ ১৫:১২:০৭
কালোজিরা ভেবে পিঠায় কীটনাশক, হাসপাতালে ১১

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকায় পিঠা তৈরির সময় কালোজিরার জায়গায় ভুল করে দানাদার কীটনাশক ব্যবহার করার ঘটনায় একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসা শেষে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে।

অসুস্থ ব্যক্তিরা হলেন—আকলিমা (৩৫), সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), উম্মে হাবিবা (২১), সামিয়া (৪), শারমিন (২৩) ও মিতা (৩৫)।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান, নতুন ঘর তৈরির আনন্দে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় পিঠা বানানোর। এ সময় রান্নাঘরে রাখা ধানক্ষেতে ব্যবহৃত দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে পিঠায় মিশিয়ে দেন বৃদ্ধা জুলেখা বিবি। পিঠা খাওয়ার পরই সবাই বমি ও অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, “এটি ভুলবশত একটি দুর্ঘটনা, কোনো ধরনের অপরাধমূলক বিষয় নয়।”

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, রোগীদের ওয়াশের মাধ্যমে বিষক্রিয়া মুক্ত করে চিকিৎসা দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ হওয়ায় সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে।তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “রান্নাঘরে কখনোই কীটনাশক রাখা উচিত নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে