ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

শাহীন সিদ্দিকের বিদেশি নাগরিকত্ব ও প্রোপার্টির তথ্য প্রকাশ

২০২৫ নভেম্বর ২০ ১২:১১:৫৫
শাহীন সিদ্দিকের বিদেশি নাগরিকত্ব ও প্রোপার্টির তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

ফেসবুক পোস্টে সায়ের জানান, দীর্ঘ অনুসন্ধানের পর নিশ্চিত হয়েছে যে শাহীন সিদ্দিক ২০২০ সালের ডিসেম্বরে প্রায় ২.২ মিলিয়ন ইউরো (প্রায় ৩১ কোটি টাকা) বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ ও ২০১৫/১৬ সালে তিনি এনটিগুয়া-বার্বুডা এবং মাল্টার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ হয়েছিল।

তাছাড়া, দুবাইয়ের এরাবিয়ান র‍্যানচেস এলাকায় শাহীন সিদ্দিকের নামে তিনটি সম্পত্তি খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে:

এরাবিয়ান র‍্যানচেস ১: ৭৫১.১৮ বর্গমিটার জমি, মূল্য ৮.৫ মিলিয়ন দিরহাম, কেনা ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর।

এরাবিয়ান র‍্যানচেস ৩: দুইটি ফ্ল্যাট, আয়তন যথাক্রমে ১২৯.০৩ ও ১৪৫.৮৫ বর্গমিটার, মূল্য ২.২ ও ২.২৮ মিলিয়ন দিরহাম, কেনা নভেম্বর ২০২৩।

সায়ের প্রশ্ন তুলেছেন, এই সম্পদ ও সাইপ্রাস নাগরিকত্বের জন্য বিনিয়োগের অর্থ আয়কর রিটার্নে উল্লেখ নেই। তিনি আরও বলেছেন, এটি যে কোনো সম্ভাব্য পাচারকৃত অর্থের অংশ হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে