ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

পিরিয়ডের সময় দরুদ পড়ার বিধান 

২০২৫ নভেম্বর ২০ ১১:১৫:৩২
পিরিয়ডের সময় দরুদ পড়ার বিধান 

নিজস্ব প্রতিবেদক : প্রশ্ন: পিরিয়ডের সময় দরুদ পড়া যাবে কি?

উত্তর:পিরিয়ডের সময় দরুদ পড়া সম্পূর্ণ জায়েজ। একইভাবে দোয়া করা, কোরআন-হাদিসে বর্ণিত জিকির পড়াও অনুমোদিত। তবে কোরআন তিলাওয়াত (পূর্ণ পাঠ) এই সময়ে নিষিদ্ধ। কোরআনে উল্লিখিত দোয়াগুলো পড়া জায়েজ যদি তা কোরআন তিলাওয়াত নয়, বরং দোয়া হিসেবে হয়।

গোসল ফরজ বা অজু না থাকা অবস্থায়ও দরুদ পড়া জায়েজ। নবীজির (সা.) নাম বললে বা শুনলে দরুদ পড়তে হবে। অনেকে ভুলভাবে মনে করেন অজু-গোসল ছাড়া দরুদ পড়া যাবে না—এটা সঠিক নয়।

রাসুল (সা.) এর জন্য দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ কোরআনে নবীর জন্য দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন:

“নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর ওপর দরুদ পাঠ কর এবং যথাযথভাবে সালাম জানাও।” (সূরা আহজাব: ৫৬)

হাদিসে রয়েছে, একবার নবীর জন্য দরুদ পড়লে আল্লাহ দশবার রহমত বর্ষণ করবেন (সহিহ মুসলিম)। আরও আছে, কেয়ামতের দিন সবচেয়ে নিকটতম হবে সেই ব্যক্তি, যে বেশি বেশি দরুদ পাঠ করবে (সুনানে তিরমিজি)।

নবীজির নাম উচ্চারণ বা উল্লেখ করলে অন্তত একবার দরুদ পড়া ওয়াজিব, একাধিকবার নাম আলোচিত হলে অতিরিক্ত দরুদ পড়া মুস্তাহাব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে