ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘নো এন্ট্রি’: হজযাত্রীদের জন্য কড়া নিয়ম ঘোষণা

২০২৫ নভেম্বর ১৭ ১২:৪৯:৫২
‘নো এন্ট্রি’: হজযাত্রীদের জন্য কড়া নিয়ম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ২০২৬ সালের পবিত্র হজে গুরুতর বা জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্যানসার, হৃদরোগ, কিডনি রোগ, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ বিভিন্ন গুরুতর অসুস্থতায় আক্রান্তদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অসুস্থ যাত্রীদের ফেরত পাঠানোর নীতি

গুরুতর অসুস্থ হজযাত্রী শনাক্ত হলে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে সৌদি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ফেরত যাওয়ার সমস্ত খরচ যাত্রীকেই বহন করতে হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না—

কিডনি রোগী বা ডায়ালাইসিস নেওয়া রোগী

গুরুতর হৃদরোগে আক্রান্ত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তি

স্নায়ু ও মানসিক জটিলতা (স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া ইত্যাদি)

গুরুতর প্রতিবন্ধিতা

আলঝেইমার, মৃগীরোগ

হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর

অন্তঃসত্ত্বা নারী

ক্যানসার রোগী

ফিটনেস সার্টিফিকেট যাচাই কঠোর হচ্ছে

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ ব্যক্তিদের ‘ফিটনেস সার্টিফিকেট’ প্রদান করলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সৌদি আরবের মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে