ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

সর্বোচ্চ আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার

২০২৫ নভেম্বর ২০ ১০:২৪:২৩
সর্বোচ্চ আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার

নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। ১০ কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

তবে সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, রায়ের অর্থ এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। পরবর্তী অর্থাৎ চতুর্দশ নির্বাচনেই এই ব্যবস্থা কার্যকর হবে।

ত্রয়োদশ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রযোজ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিবের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও উল্লেখ করেছেন, সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান ছিল। এখন সংসদ ভাঙার সময় অতিবাহিত হওয়ায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে।

আপিলের মধ্যস্থতাকারীরূপে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিল। কিন্তু ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। এরপর গত বছর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর ধারা বাতিল ঘোষণা করে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পথ আবারও তৈরি হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে