ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

যে প্রক্রিয়ায় সহজেই ভোটার হবেন প্রবাসীরা

২০২৫ নভেম্বর ১৯ ১০:৩৭:১৮
যে প্রক্রিয়ায় সহজেই ভোটার হবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করবে।

প্রবাসীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ জন্য ইসি ‘Postal Vote BD’ নামের একটি অ্যাপ উন্মুক্ত করেছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (১৮ নভেম্বর) অ্যাপটির উদ্বোধন করেন। এরপর থেকেই প্রবাসীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাতটি ধাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধন প্রক্রিয়া চলবে আজ (১৯ নভেম্বর) থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দেশের ভেতরে বিশেষ তিন ধরনের নাগরিক এবং বাদ পড়া প্রবাসীদের জন্য নিবন্ধনের সুযোগ থাকবে ১৯–২৩ ডিসেম্বর।

নিবন্ধনের নিয়ম:

প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের ঠিকানা নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে।

প্রবাসে ব্যবহৃত ফোন নম্বর হবে ‘ইউজার নেম’।

অন্য দেশের নামে বা বাংলাদেশে বসে নিবন্ধন করা যাবে না।

অ্যাপে ধাপে ধাপে নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইন থাকবে।

নিবন্ধন সম্পন্ন করতে ৫–১০ মিনিট সময় লাগতে পারে।

নিবন্ধিত প্রবাসীদের জন্য পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে।

প্রবাসে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়া যাবে না।

নিবন্ধনের সময়সূচি দেশভিত্তিক:

মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকা: ১৯–২৩ নভেম্বর

উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪–২৮ নভেম্বর

ইউরোপ: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর

সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর

দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর

সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ: ১৪–১৮ ডিসেম্বর

তালিকায় নেই এমন দেশ বা সময়মতো নিবন্ধন না করা প্রবাসীরা: ১৯–২৩ ডিসেম্বর

মোট ১৪৩টি দেশের প্রবাসী নাগরিক এই ৪০ দিনব্যাপী নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে