ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

৩৬ ঘণ্টার হরতাল চলছে

২০২৫ নভেম্বর ২০ ১০:১৭:৩৭
৩৬ ঘণ্টার হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা নয়, মেধা প্রাধান্য দেওয়ার দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এই হরতাল শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ প্রায় ৮–১০টি গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। এতে স্কুল-কলেজ শিক্ষার্থী ও চাকরিজীবীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। সপ্তাহান্তে শহরে পর্যটকদের উপস্থিতি বেশি থাকায় তাদেরও হরতালের কারণে সমস্যা হয়েছে।

হরতালের অংশ হিসেবে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এর ফলে রাঙামাটি–চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শহরের একমাত্র সিএনজি সার্ভিস ও শপিংমলগুলোও কার্যত বন্ধ রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন কোটাবিরোধী ঐক্যজোটের নেতা ও শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন ইব্রাহিম রুবেল, রাকিব হাসান, নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, জেলা পরিষদ কোটা বিধান না মেনে নিয়োগ পরীক্ষা শুরু করেছে, ফলে যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা দাবি করছেন—সকল নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে, কোটা প্রথার নামে বৈষম্য সহ্য করা হবে না।

হরতাল চলাকালীন জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে