ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক আইজিপি মামুনের কারাবিধিতে বড় পরিবর্তন

২০২৫ নভেম্বর ১৯ ১০:৫৮:৪২
সাবেক আইজিপি মামুনের কারাবিধিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে বন্দি রয়েছেন। দণ্ডিত হওয়ায় কারাবিধি অনুযায়ী তার ডিভিশন–১ সুবিধা বাতিল হয়ে গিয়েছে এবং তিনি ডিভিশন–২ সুবিধা পাবেন। এছাড়া তাকে সাধারণ কয়েদিদের মতো পোশাক পরতে হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন–১ সুবিধাভোগী বন্দির সাজা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন–২ তে স্থানান্তর করা হয়। তবে সাবেক আইজিপি মামুন আবেদন করলে সরকার অনুমোদন দিলে ডিভিশন–২ সুবিধা কার্যকর হবে, অন্যথায় তিনি সাধারণ কয়েদি হিসেবে থাকবেন।

কারাবিধি অনুযায়ী দেশে তিন ধরনের ডিভিশন রয়েছে—ডিভিশন–১, ডিভিশন–২ ও ডিভিশন–৩। ডিভিশন–১ এ সরকার প্রদত্ত অবস্থান, বিশেষ পদকপ্রাপ্ত ব্যক্তি বা উচ্চ মর্যাদার ব্যক্তিরা অন্তর্ভুক্ত। বাকি উচ্চ মানের বন্দিরা সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের ভিত্তিতে ডিভিশন–২ পান।

সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ও আদালতে এখন পর্যন্ত প্রায় দেড়শ’র বেশি মামলা রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে