ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বেক্সিমকো টেক্সটাইল চালু করতে আগামী সপ্তাহে চুক্তি

২০২৫ নভেম্বর ১৬ ১৬:৩৬:৩৮
বেক্সিমকো টেক্সটাইল চালু করতে আগামী সপ্তাহে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলস আবারও উৎপাদনে ফিরতে পারে। বহু আলোচনার পর পুনরায় চালুর বিষয়টি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তির খসড়া অনুমোদন করলে জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল, জনতা ব্যাংক এবং বেক্সিমকোর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

তিন পক্ষই ইতোমধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। এখন শুধুমাত্র জনতা ব্যাংকের পর্ষদের অনুমোদনই বাকি। ব্যাংকের অনুমোদন মিললেই বেক্সিমকো টেক্সটাইলস নতুন ব্যবস্থাপনায় পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হবে।

জাপান–বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোং লিমিটেড এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড নিশ্চিত করেছে, তারা বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশন ইজারা নিয়ে পরিচালনা করবে। নতুন মালিকানায় কারখানাটি আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনায় পুনর্গঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর বেক্সিমকো টেক্সটাইলসে যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছিল, পুনরায় চালুর ফলে সেখানে ২৫ হাজারের বেশি শ্রমিক আবারও কাজে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে কর্মসংস্থান খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এই উদ্যোগটি বাস্তবায়ন হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ইকোমিলির সহায়তায়। প্রকল্পটি শিল্প পুনরুদ্ধার এবং বৃহৎ কর্মসংস্থান পুনর্বহালের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ বেক্সিমকোর অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে