ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

২০২৫ নভেম্বর ১৬ ১৫:৪৯:০৮
গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংকের অবকাঠামো বড় ধরনের ক্ষতি না হলেও মূল ফটকের নামফলক আংশিক পুড়ে গেছে। রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে হঠাৎ আগুনের ঝলকানি দেখে কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি প্রথমে টের পান। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে খবর দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. রবিউল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “নৈশপ্রহরী সময়মতো বিষয়টি বুঝতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারত। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

অন্যদিকে, শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, আগুনটি বাহির থেকে ঢালা পেট্রলের কারণে লেগেছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারাও একই তথ্য দিয়েছেন। তিনি বলেন, “বিষয়টি স্পষ্টতই নাশকতার মতো মনে হচ্ছে, তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তিনি বলেন, “কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।”

সব মিলিয়ে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার এই ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এটি পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে