ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

২০২৫ নভেম্বর ০৮ ১৯:৫৫:৫৭
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,“আমার আগামীর রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।”

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন,“অনেকেই হয়তো আপনাদের বলবে, উনাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন এবং ভোট ছাড়া কারো কিছু চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকব, জীবনে ও মরণে।”

তিনি আরও উল্লেখ করেন,“বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। অন্য দলগুলোর সঙ্গে জোট গঠনের কথা চলছে। জোটের চাওয়া আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি অবশ্যই যোগ্য হবেন।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া, এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা ইয়াহইয়া মাছউদ। বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলেছে সন্ধ্যা পর্যন্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে