ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম

২০২৫ নভেম্বর ০৮ ১৯:৪৯:০২
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি ভিসা নীতি চালু করেছেন, যার আওতায় ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী বসবাসের জন্য ভিসা আবেদন বাতিল করা হতে পারে।

সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের জন্য গোপন নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা বা বয়সজনিত কারণে যদি আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রাখে, তা সরকারের জন্য বোঝা হিসেবে গণ্য হবে এবং ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

নতুন নির্দেশনায় শুধু আবেদনকারীর স্বাস্থ্য নয়, তাদের পরিবারের স্বাস্থ্যও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। সন্তান বা প্রবীণ অভিভাবকের যত্নের কারণে আবেদনকারী কাজ করতে পারবে কি না, তাও গুরুত্বপূর্ণ।

ভিসা অফিসারদের এখন থেকে আবেদনকারীর স্বাস্থ্য ও বয়স সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস, মানসিক বা স্নায়বিক রোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অসুস্থতা সম্ভাব্য উচ্চ খরচের রোগ হিসেবে গণ্য হবে। বিশেষভাবে স্থূলতাকে ঝুঁকিপূর্ণ অবস্থার তালিকায় রাখা হয়েছে, কারণ এটি অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীর চিকিৎসা ব্যয় চালানোর পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে কিনা তা যাচাই করতে হবে।

নতুন এই নীতির ফলে স্থূলতা বা ডায়াবেটিসে ভোগা অসংখ্য ব্যক্তি এবং বয়স্ক আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এটিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী নীতির অংশ হিসেবে দেখছেন। তারা মনে করেন, ভিসা অফিসারদের স্বাস্থ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যধিক বাড়ানো হয়েছে, যা চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা ছাড়াই তাদের ব্যক্তিগত ধারণা বা পক্ষপাতের ওপর নির্ভর করতে বাধ্য করবে।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেছেন,“ভিসা অফিসাররা চিকিৎসক নন। তাদেরকে অনুমান করতে বলা হচ্ছে কার ভবিষ্যতে চিকিৎসা খরচ কত হতে পারে—এটি অত্যন্ত উদ্বেগজনক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে