ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

দয়া করে আমার নামের আগে বিশেষণ ব্যবহার করবেন না

২০২৫ নভেম্বর ০৮ ১৯:৪৫:২৩
দয়া করে আমার নামের আগে বিশেষণ ব্যবহার করবেন না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর নামের সঙ্গে অনিচ্ছাকৃত বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিশেষণ ব্যবহার না করার অনুরোধ করেছেন তিনি। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে আয়োজিত মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট-এর হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তাঁর বক্তব্যের একটি অংশে তিনি বলেন,“আমি সভাপতির মাধ্যমে অনুরোধ জানাচ্ছি—আমার নামের সাথে কোনো বিশেষণ ব্যবহার করবেন না। বিষয়টি অত্যন্ত বিব্রতকর।”

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়। তিনি জানান, বিএনপি সরকারকে চাপ দেওয়ার বদলে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট (অমতের নোট) দিয়েছে এবং এটিকেই দল “ডিসেন্ট ওয়েতে” হিসেবে দেখছে।

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির সমঝোতার সম্পর্ক বজায় রয়েছে। তিনি সতর্ক করেছেন যে, কিছু অংশের কার্যক্রম এখন “দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পাঁয়তারা” হিসেবে দেখা দিচ্ছে। দেশের অস্থিতিশীলতার ফলে বিরোধী শক্তির পুনরাবির্ভাবনের পথ খুলে যেতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে