ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

৫০০ বছর বালুর নিচে ‘ঘুমিয়েছিলো’ সোনাভর্তি যে জাহাজ 

২০২৫ নভেম্বর ০৫ ১৫:৪৯:১৭
৫০০ বছর বালুর নিচে ‘ঘুমিয়েছিলো’ সোনাভর্তি যে জাহাজ 

নিজস্ব প্রতিবেদক: নামিবিয়ার মরুভূমির বালির নিচে চাপা পড়ে থাকা এক বিস্ময়কর ঐতিহাসিক রহস্য উন্মোচিত হয়েছে। প্রায় পাঁচ শত বছর আগে নিখোঁজ হওয়া পর্তুগিজ বাণিজ্যিক জাহাজ ‘বোম জেসাস’ (Bom Jesus) খুঁজে পাওয়া গেছে আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলে।

২০০৮ সালে নামিবিয়ার ‘স্পের গেবিট’ (Sperrgebiet) অঞ্চলে হীরার খনি খোঁড়ার সময় শ্রমিকরা প্রথমে কাঠ ও ধাতুর কিছু টুকরো দেখতে পান। প্রথমে সেটিকে সাধারণ ধ্বংসাবশেষ ভেবে ফেলে রাখা হলেও, পরে প্রত্নতত্ত্ববিদদের পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়—এটি আসলে ১৫৩৩ সালে ভারতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া পর্তুগিজ জাহাজ বোম জেসাস।

বিশ্ব ইতিহাসে এই জাহাজটির নাম প্রথম উঠে আসে ১৬ শতকের পর্তুগিজ বাণিজ্যিক অভিযানের নথিতে। ধারণা করা হয়, এটি ঝড়ে পড়ে দক্ষিণ আটলান্টিকে ডুবে যায় এবং তারপর থেকেই হারিয়ে যায় এর খোঁজ।

নামিবিয়ার মরুভূমির শুষ্ক আবহাওয়া জাহাজটির কাঠ, দড়ি, কাপড়সহ অধিকাংশ অংশকে প্রায় অক্ষত রেখেছে। প্রত্নতত্ত্ববিদদের মতে,“এত পুরনো কোনো জাহাজ এত ভালো অবস্থায় পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি।”

মরুভূমি ও সমুদ্রের সংযোগস্থল এই এলাকায় লবণাক্ততা ও শুষ্ক বায়ুর মিশ্রণে জাহাজটির কাঠামো দীর্ঘদিন টিকে থাকে, যা গবেষকদের বিস্মিত করেছে।

খনন কাজ সম্পন্ন হলে দেখা যায়, জাহাজটির ভেতরে রয়েছে প্রাচীন ধনসম্পদের অগার।প্রত্নতত্ত্ববিদরা সেখানে আবিষ্কার করেন—

২০০০-এরও বেশি স্বর্ণমুদ্রা

হাতির দাঁত ও তামার পাত

তলোয়ার ও কামানের গোলা

প্রাচীন নেভিগেশন যন্ত্রপাতি ও জাহাজের নকশা

এই আবিষ্কার ইতিহাসবিদদের মতে, “আফ্রিকার উপকূলে পাওয়া সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।”

ইউনেস্কোর নীতিমালা অনুযায়ী, নামিবিয়া সরকার এই জাহাজটির পূর্ণ অধিকার পেয়েছে। ইতিহাসবিদরা এটিকে “শান্তিপূর্ণ ঐতিহ্য সংরক্ষণের বিরল উদাহরণ” হিসেবে বিবেচনা করছেন।

বর্তমানে নামিবিয়া সরকার অরানজেমুন্ড (Oranjemund) শহরে একটি সমুদ্র জাদুঘর (Maritime Museum) নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে প্রদর্শিত হবে বোম জেসাস থেকে উদ্ধার করা স্বর্ণমুদ্রা, অস্ত্রশস্ত্র ও সামুদ্রিক সরঞ্জাম।

প্রায় ৫০০ বছর ধরে বালির নিচে লুকিয়ে থাকা এই জাহাজের আবিষ্কার বিশ্ব সামুদ্রিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। গবেষকদের মতে, এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ইউরোপ ও এশিয়ার মধ্যকার প্রাচীন বাণিজ্য পথের এক জীবন্ত সাক্ষ্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে