ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়লেন যেসব সাংবাদিক-শিল্পী

২০২৫ নভেম্বর ০৪ ১৮:১৫:৫৮
বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়লেন যেসব সাংবাদিক-শিল্পী

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারী ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হাওয়া বইছে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন সম্পন্ন করা হবে। বিএনপি এককভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যারা এগিয়ে আছেন, তারাই আলোচনায় আছেন।

এছাড়াও বিএনপি’র রাজনীতিতে যুক্ত আছেন সাংবাদিক ও বিনোদন অঙ্গনের তারকারাও, যাদের নামও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শোনা গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন:

আমিরুল ইসলাম কাগুজি (সাংবাদিক)

আনোয়ার আল দীন

কাদর গনি চৌধুরী (সাংবাদিক)

এম এ আজিজ

সাইদ খান

বেবী নাজনীন (কণ্ঠশিল্পী)

মনির খান (কণ্ঠশিল্পী)

রোমানা মোর্শেদ

কণকচাঁপা (কণ্ঠশিল্পী)

আশরাফ উদ্দিন উজ্জ্বল (অভিনেতা)

আসিফ আকবর (সংগীতশিল্পী)

নাজমুন মুনীরা ন্যান্সি (সংগীতশিল্পী)

হেলাল খান (চলচ্চিত্র শিল্পী)

শিব সানু

তবে, এই তারকারা কেউই ঘোষিত ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকায় স্থান পাননি। এর আগে ২০১৮ সালের নির্বাচনে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে কণকচাঁপা। এবার তাদের এলাকার আসনে অন্য ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন।

কেউ কেউ মনে করছেন, নির্বাচনী সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব-নিকাশ এদিক-ওদিক হতে পারে। তাই এখনো সিদ্ধান্ত না নেওয়া ৬৩টি আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে