ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

বেগম খালেদা জিয়ার আসন নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিলো এনসিপি

২০২৫ নভেম্বর ০৪ ১৮:০৮:২৪
বেগম খালেদা জিয়ার আসন নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি ওই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে এনসিপি জানায়, তারা দেশের বিভিন্ন আসনে প্রার্থী দেবে, তবে কিছু বিশেষ আসনে রাজনৈতিক শিষ্টাচার ও ঐতিহাসিক কারণ বিবেচনায় প্রার্থী না দেওয়ার নীতি অনুসরণ করবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও তার আসনটি নিয়ে বিভিন্ন দলের আগ্রহ রয়েছে। তবে এনসিপির এই সিদ্ধান্তকে অনেকেই বিএনপির প্রতি “সম্মানজনক দূরত্ব বজায় রাখার কৌশল” হিসেবে দেখছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে