ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

নামাজে অজু ভেঙে গেলে করণীয়

২০২৫ নভেম্বর ০১ ১৪:৪১:০৮
নামাজে অজু ভেঙে গেলে করণীয়

নিজস্ব প্রতিবেদক: নামাজ আদায়ের আগে যে বিষয়গুলো পালন করা আবশ্যক, তার মধ্যে অজু রাখা অন্যতম। অজু ভাঙার সাতটি প্রধান কারণ রয়েছে। যদি নামাজের সময় অজু ভেঙে যায়, তবে কী করতে হবে তা ফিকাহবিদগণ বিস্তারিতভাবে আলোচনা করেছেন।

জামাতে নামাজে অজু ভাঙলে করণীয়

যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায়, তিনি কারও সঙ্গে কথা না বলে নামাজ ছেড়ে অজু করতে যাবেন।

অজু শেষে মসজিদে ফিরে এসে বাকি নামাজের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং মাসবুক হিসেবে বাকি রাকাতগুলো আদায় করবেন।

যেসব রাকাত অজু করতে যাওয়ার সময় ছুটে গেছে, তা পরে আলাদা মাসবুক হিসেবে আদায় করা হবে।

ইমামের অজু ভাঙলে

যদি ইমামের অজু ভেঙে যায়, তিনি পেছনে দাঁড়ানো যোগ্য মুসল্লিকে স্থলাভিষিক্ত করতে পারেন।

স্থলাভিষিক্ত ব্যক্তি নামাজ চালিয়ে যাবেন। ইমাম হিসেবে যত নামাজ আদায় করেছেন, তা পুনরায় আদায় করতে হবে না।

এই বিধান অনিচ্ছাকৃত অজু ভাঙার ক্ষেত্রে প্রযোজ্য।

যদি ইচ্ছাকৃতভাবে অজু ভাঙা হয়, তবে নতুন অজু করে নামাজ পুনরায় আদায় করতে হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

কেউ যদি ভুলবশত মনে করেন অজু ভাঙেছে এবং নামাজ ছেড়ে অজু করতে যান, পরে বুঝতে পারেন অজু ভাঙেনি, তাহলে মসজিদে থাকলে বাকি নামাজ চালিয়ে যেতে পারবেন।

শেষ তাশাহুদ পড়ার পর যদি অজু ভেঙে যায়, অজু করে সালাম ফেরাতে হবে। ইচ্ছাকৃত অজু ভাঙলে নামাজ পূর্ণ হলেও সালাম ফেরাতে না পারলে গুনাহ হবে।

রুকু বা সিজদায় অজু ভাঙলে, অজু করে সেই অবস্থান থেকেই নামাজ চালিয়ে যেতে হবে, কারণ সেই রুকন বা সিজদা পুরোপুরি আদায় হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে