ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে আইপিও বিধিমালায় যুগান্তকারী পরিবর্তনে মতামত চায় বিএসইসি

২০২৫ অক্টোবর ৩০ ২০:৩৫:৪৯
শেয়ারবাজারে আইপিও বিধিমালায় যুগান্তকারী পরিবর্তনে মতামত চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার (আইপিও) সংক্রান্ত নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কমিশন ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’-এর খসড়া প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

খসড়াটি নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে

https://sec.gov.bd/crequest/Draft_on_the_Bangladesh_Securities_and_Exchange_Commission_(Public_Offer_of_Equity_Securities)_Rules,_2025_30.10.2025.pdf

এ ছাড়া খসড়ার কিউআর কোডও বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করে সরাসরি নথিটি দেখা যাবে।

মতামত, পরামর্শ বা আপত্তি পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।ই-মেইল: [email protected] এবং প্রতিলিপি: [email protected]

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে