ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

‘না ভোটে’ বিএনপি মুখ থুবড়ে পড়বে

২০২৫ নভেম্বর ০১ ১১:১৩:০৩
‘না ভোটে’ বিএনপি মুখ থুবড়ে পড়বে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, “নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে।”তার দাবি, নির্বাচন কমিশনের (ইসি) ‘অহংকার’ ও একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দলের আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার তুষার বলেন,“শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক। আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, আর দলটি সেই পথেই হাঁটছে।”

তিনি অভিযোগ করেন,“জাতীয় পার্টির ব্যানারে নতুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা চলছে—কিন্তু দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে ‘মহা প্রতারণা’ করা হয়েছে। আমরা দেশে নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না।”

জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন,“গণভোট ছাড়া জাতির সঙ্গে প্রতারণা চলবে না; জনগণই এবার সিদ্ধান্ত নেবে।”

বিএনপিকে উদ্দেশ করে তুষার বলেন,“তারা ‘না ভোট’-এর প্রচারণা করছে। কিন্তু বিএনপির ৩০ শতাংশ ভোটও যদি না ভোটে যায়, তবুও বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না।”

তিনি আরও যোগ করেন,“তাদের নেতা জিয়াউর রহমানই রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ-না ভোট’-এর প্রচলন করেছিলেন। অথচ আজ বিএনপি সেটিরই বিরোধিতা করছে। জনগণ এবার তাদের পদ্মায় ফেলে দেবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা।সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন এবং বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ।এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে