ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালা প্রকাশ করেছে বিএমডিসি

২০২৫ অক্টোবর ৩১ ১০:০৩:৫৬
মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালা প্রকাশ করেছে বিএমডিসি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।

বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা

প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ পেতে হবে।

এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের যোগ্যতা

সরকারি মেডিকেল কলেজে ভর্তি জন্য:

এসএসসি (বা সমমান) ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০,

জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৩.৫০,

কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ এর নিচে হলে অযোগ্য বলে গণ্য হবে।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি জন্য:

এসএসসি (বা সমমান) ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০,

জীববিজ্ঞানে ৩.৫০,

কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর নিচে হলে আবেদন অগ্রহণযোগ্য।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ শর্ত

এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮.০০,

জীববিজ্ঞানে ৩.৫০,

এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়।

অন্যান্য নির্দেশনা

‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় পড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট নিতে হবে।

শুধুমাত্র ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

২০২২ সালের আগে এসএসসি উত্তীর্ণরা আবেদন করার যোগ্য নন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে