ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

জিয়ার প্রতিচ্ছবি থেকে ড. ইউনূস এখন আইয়ুব-ইয়াহিয়া

২০২৫ অক্টোবর ৩১ ১০:৫৮:১০
জিয়ার প্রতিচ্ছবি থেকে ড. ইউনূস এখন আইয়ুব-ইয়াহিয়া

নিজস্ব প্রতিবেদক: একসময় ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেলেও, মাত্র এক মাসের ব্যবধানে এখন তাকে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান ও ইয়াহিয়া খানের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো নিয়েই এই মতবিরোধ সৃষ্টি হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি জুলাই সনদ স্বাক্ষরিত হয়, যেখানে বিএনপি'র পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা অংশ নেন। ওই সময়ে ড. ইউনূসের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছিল বিএনপি। তবে, গত ২৮ অক্টোবর ঐকমত্য কমিশন তাদের রাষ্ট্র সংস্কার বিষয়ক প্রতিবেদন জমা দেওয়ার পরই পরিস্থিতি পাল্টে যায়।

বিএনপির অভিযোগ, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদ এবং তাদের দেওয়া সুপারিশমালাগুলো আইয়ুব খানের "বেসিক ডেমোক্রেসি" এবং ইয়াহিয়া খানের "লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (LFO)" অনুসরণ করে তৈরি করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে এবং জোরপূর্বক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিএনপির মূল আপত্তিসমূহ:

জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বাদ: বিএনপি অভিযোগ করেছে যে, স্বাক্ষরিত জুলাই সনদে তাদের দেওয়া কিছু "নোট অফ ডিসেন্ট" সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও, সুপারিশ বাস্তবায়নে তা বাদ দেওয়া হয়েছে। ঐকমত্য কমিশনের একজন সদস্য আলাপচারিতায় জানিয়েছিলেন যে, এসব নোট অফ ডিসেন্ট আমলে নিলে সংস্কার মানা হয় না ।

প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস: ঐকমত্য কমিশনের সুপারিশে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে রাষ্ট্রপতি এবং একটি স্বাধীন কমিশনের হাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। বিএনপি মনে করছে, এটি ভবিষ্যতে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকারকে "হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার" শামিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও ভোটের অধিকার: সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যাতে অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন।

আপার হাউস (সিনেট) গঠন: সংসদের উচ্চকক্ষ বা সিনেট প্রতিষ্ঠার বিষয়েও বিএনপি আপত্তি জানিয়েছে। বিএনপি চায়, সংরক্ষিত মহিলা আসনের মতো সংসদের ৩০০ আসনের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হোক। তবে, কমিশন সারাদেশে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের পক্ষে রায় দিয়েছে।

সংবিধান সংশোধনে সিনেটের ক্ষমতা: সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিনেটের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে, যা বিএনপি'র মতে, নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সিনেটের একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সংবিধান সংশোধন করা কঠিন হবে।

গণভোটের বিধান: শেখ হাসিনা সরকার গণভোটের বিধান বাতিল করে দিলেও, ঐকমত্য কমিশন এটি ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে, গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানানো হয়েছে।

বিচারক নিয়োগ পদ্ধতি: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকারের বা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী না হয়ে, আইন প্রণয়নের মাধ্যমে এটি করার কথা বলেছে বিএনপি।

অন্যান্য সাংবিধানিক পদ: নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশন, ন্যায়পাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনাররা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য – এই সকল সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি:

এই ইস্যুতে বিএনপি'র আপত্তি সত্ত্বেও কমিশন তাদের সুপারিশ নিয়ে এগিয়ে যাওয়ায় আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এখন "হয় সব কবুল করে নির্বাচন, নয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন নয়" এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তাদের দাবি, ঐকমত্য কমিশনের মাধ্যমে ড. ইউনূস এবং সরকার মিলে আগামী প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতো পরিস্থিতি তৈরি করেছেন ।

এদিকে, জামায়াত ও এনসিপি'র মতো দলগুলো মৃদু আপত্তি জানালেও দ্রুত সংস্কারের শর্তে ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে নিতে রাজি হয়েছে। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে সরকার ও বিএনপির মধ্যে নতুন করে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে