ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপি ও জামায়াত প্রসঙ্গে এনসিপি নেতার মন্তব্যে গুঞ্জন

২০২৫ অক্টোবর ৩১ ১৫:৫৩:৫৬
বিএনপি ও জামায়াত প্রসঙ্গে এনসিপি নেতার মন্তব্যে গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে ন্যাশনাল সিভিক পার্টি (এনসিপি)-র দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন,“আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চলছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন,“সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে; আর যারা সংস্কারের বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হবে।”

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সফরের প্রথম দিন তিনি পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন— বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভার সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো উন্নয়ন এবং শিগগিরই জেলা কমিটি ঘোষণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে