ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয় পাসপোর্টের দুরবস্থা ফাঁস করল নতুন রিপোর্ট

২০২৫ নভেম্বর ০১ ১৪:৩২:০৮
ভারতীয় পাসপোর্টের দুরবস্থা ফাঁস করল নতুন রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের উত্থানের পরেও দেশটির পাসপোর্টের অবস্থান ক্রমাগত দুর্বল। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারত এই বছর পাঁচ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমেছে। যেখানে আফ্রিকার রুয়ান্ডা (৭৮তম), ঘানা (৭৪তম), এবং এশিয়ার আজারবাইজান (৭২তম) ভারতের চেয়ে উপরে অবস্থান করছে।

হেনলি ইনডেক্সের সর্বশেষ তথ্যে দেখা যায়, ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পান। তুলনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর (১৯৩টি দেশে), দক্ষিণ কোরিয়া (১৯০), এবং জাপান (১৮৯)।

গত এক দশকে ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত দেশ সংখ্যা বেড়েছে, কিন্তু র‍্যাঙ্কিং অপরিবর্তিত। ২০১৫ সালে ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫২টি (র‍্যাঙ্কিং ৮৫), ২০২৫ সালে বেড়ে হয়েছে ৫৭টি, তবে র‍্যাঙ্কিং একই।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও দ্রুত সম্প্রসারিত ভ্রমণ অংশীদারিত্বই মূল কারণ। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে গড়ে একজন ভ্রমণকারীর জন্য ভিসা-মুক্ত গন্তব্য ছিল ৫৮টি, যা ২০২৫ সালে প্রায় দ্বিগুণ হয়ে ১০৯টি হয়েছে। চীন এই সময়ে ভিসা-মুক্ত গন্তব্য ৫০ থেকে ৮২ করেছে, ফলে তাদের র‍্যাঙ্কিং ৯৪ থেকে ৬০-এ উন্নীত হয়েছে।

আর্মেনিয়ায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত অচল মালহোত্রা বলেন, পাসপোর্টের শক্তি নির্ভর করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্য দেশের নাগরিকদের স্বাগত জানানোর উদারতার ওপর। তিনি মনে করিয়েছেন, ১৯৭০-এর দশকে ভারতীয়রা অনেক পশ্চিমা দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করতেন, কিন্তু পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী দেশের ভাবমূর্তিকে দুর্বল করেছে।

তিনি আরও বলেন, বিদেশে অভিবাসী সংখ্যা বৃদ্ধি, ভিসার মেয়াদ শেষ হয়ে থাকার ঘটনা এবং জালিয়াতির অভিযোগ ভারতীয় পাসপোর্টের সুনাম ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালে দিল্লি পুলিশের জালিয়াতির মামলায় ২০৩ জন গ্রেপ্তার হয়েছিল।

ভারত সম্প্রতি চালু করেছে ই-পাসপোর্ট, যা বায়োমেট্রিক চিপের মাধ্যমে নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়া সহজ করবে। তবে বৈশ্বিক গতিশীলতা বাড়াতে আরও কূটনৈতিক উদ্যোগ এবং ভ্রমণ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্বল পাসপোর্টের কারণে ভারতীয় নাগরিকদের ভিসার খরচ ও কাগজপত্রের প্রয়োজন বাড়ে, ভ্রমণ সুবিধা কমে এবং অপেক্ষার সময় দীর্ঘ হয়। এর প্রভাব দেশের সফট পাওয়ার এবং বৈশ্বিক অবস্থানেও পড়ে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে