ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণা

২০২৫ অক্টোবর ৩১ ১৬:৩৪:৫৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোট সম্পর্কিত কোনো সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। তিনি বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। কোনো শক্তি এটিকে পিছিয়ে দিতে পারবে না।”

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, কিন্তু আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। “যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।”

তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা উল্লেখ করে বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে নারীরা রাজপথে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরাও সব ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করছে।”

প্রতিযোগিতায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে