ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ডাব চুরি করতে গিয়ে বিপত্তি

২০২৫ অক্টোবর ২৬ ১৬:২৫:৪৭
ডাব চুরি করতে গিয়ে বিপত্তি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিচা গ্রামের আসলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি প্রতিবেশী মুসা নামের এক ব্যক্তির পুকুরপাড়ে থাকা ডাব গাছে ওঠেন। ডাব পাড়ার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আসলাম হোসেন ওই গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। সকালে স্থানীয়রা গাছের নিচে লাশ ও ডাব পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে