ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

মাহফুজ আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাইয়ের ইঙ্গিত

২০২৫ অক্টোবর ২৬ ১২:৫৬:৪৬
মাহফুজ আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাইয়ের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে স্বতন্ত্রভাবে না গিয়ে কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার বড় ভাই মাহবুব আলম শনিবার রামগঞ্জের লামচর ইউনিয়নে ‘জনতার উঠান বৈঠক’-এ সাংবাদিকদের জানিয়েছেন, যদি মাহফুজ সরকার থেকে পদত্যাগ করেন, তাহলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে অংশ নেবেন।

মাহবুব আলম বলেন, "রামগঞ্জের মানুষ আশা করছে মাহফুজ এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন।"

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহ প্রমুখ। বৈঠকের শেষে পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে