ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

২০২৫ অক্টোবর ২৩ ১৮:২০:৪০
ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কোম্পানিটির সম্পদ ক্রয়ের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপরই নজরুল ইসলামকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য দুদকের পক্ষ থেকে আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্পদ ক্রয়ের নামে বিরাট অংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ মোট ২৪ জনের বিরুদ্ধে এই বছরের ৩১ জুলাই দুদক একটি মামলা দায়ের করেছিল। সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা সকলে যোগসাজশে প্রতিষ্ঠানটির অনুকূলে ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ক্রয়ের প্রক্রিয়া দেখিয়েছিল, কিন্তু তারা অসৎ উদ্দেশ্যে এর সুযোগ নিয়ে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করে।

মামলার এজাহারে আরও বলা হয় যে, আত্মসাৎকৃত এই অর্থ আসামিরা তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও অজ্ঞাত গোষ্ঠীর নামে অবৈধভাবে স্থানান্তর করেছেন। এই কাজ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যানের স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, পরিচালক, বিকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২৪ জন।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে