ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ইরেশ যাকেরকে অব্যাহতি দেওয়ার কারণ জানালো তদন্ত কর্মকর্তা

২০২৫ অক্টোবর ২৩ ১১:৫৯:৪৫
ইরেশ যাকেরকে অব্যাহতি দেওয়ার কারণ জানালো তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শ্রাবণ হত্যা মামলায় অব্যাহতির আবেদন করা হয়েছে। মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন গত ৯ অক্টোবর আদালতে অন্তর্বর্তী প্রতিবেদনে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইরেশ যাকের এবং ইকরাম মঈন চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তার মতে, অব্যাহতির তিন কারণ হলো:তারা ৫ অগাস্ট ২০২৪-এর ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন বলে কোনো প্রত্যক্ষদর্শী বা সুনির্দিষ্ট সাক্ষ্য নেই।

ঘটনাস্থলের স্থিরচিত্র বা ভিডিওতে তাদের উপস্থিতি পাওয়া যায়নি।তারা ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ড ঘটানোর কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।

তবে ভবিষ্যতে যদি তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান বাপ্পি বলেন, ৪০৭ জন আসামির মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত নাও থাকতে পারেন। তিনি তার ভাইয়ের জন্য বিচার চান, কিন্তু নির্দোষদের হয়রানি না করারও দাবি করেছেন।

মামলায় আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা, ব্যবসায়ী, সাংবাদিক, সাবেক নির্বাচন কমিশনারসহ বিভিন্ন শ্রেণির মানুষ আসামি রয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে