ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ ইসলাম

২০২৫ অক্টোবর ২২ ১৯:০৩:৫৭
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন। তবে অন্যান্য উপদেষ্টারা কোনো না কোনো দলের রেফারেন্সে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাঁদের দলের ‘শাপলা’ প্রতীক সংক্রান্ত দাবি আবারও তুলে ধরেন। তিনি বলেন,“নির্বাচনে শাপলা প্রতীক কেন আমরা পাব না, সেটার আইনি ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমরা অন্য কোনো প্রতীক চাইব না। সামান্য প্রতীকের ব্যাপারে যদি নির্বাচন কমিশন আমাদের সঙ্গে ন্যায়বিচার না করে, তাহলে তাদের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হতে পারে না।”

এছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন,“বর্তমান সংবিধানের অধীনে জুলাই সনদের কোনো সাংবিধানিক আদেশ জারি করা সম্ভব নয়। সংবিধানের বাইরে গিয়েই তা করতে হবে। প্রধান উপদেষ্টার সেই ক্ষমতা নেই, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি অনুযায়ী তাঁকে সে আদেশ দিতে হবে।”

এর আগে, আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে